ঘামের সমস্যা দূর করতে বেকিং সোডা ব্যবহারের নিয়ম জেনে রাখুন
সামনে গরমকাল আর গরমকাল মানে ঘামের সমস্যা দেখা দেবে না এটা হয় না। নারী থেকে পুরুষ সবার এই সমস্যার সম্মুখীন হতে হয়। ঘাম হওয়া মানেই এর থেকে গন্ধ বেরোনো যা একটি অস্বস্তিকর জিনিস। তাই আমরা এই সমস্যা দূর করতে পারফিউম ডিও এইসব ব্যবহার করি কিন্তু তাতেও লাভ হয়না। এখানে সমস্যা এমন একটি সমস্যা যা নিজের ইচ্ছা মতো পোশাক পরার থেকে নিজেকে বিরত রাখতে হয়। তাই খামের সমস্যাটা মানুষের কাছে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এবার চিন্তার অবসান ঘটিয়ে কিছু নিয়ম মেনে চলুন এতে পুরোপুরি না হলেও অনেকটা নিস্তার পাবেন এই ঘামের সমস্যা থেকে। তাহলে জেনে নিন যে কি কি করবেন।
লেবু ত্বকের পিএইচ এর মাত্রা দূর করার পাশাপাশি দুর্গন্ধকারী ব্যাকটেরিয়াকেও দূর করতে সাহায্য করে। তাই এই সমস্যার পক্ষে লেবুর রস খুবই।
বেকিং সোডা দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। বেকিং সোডা সাথে সামান্য গ্লিসারিন মিশিয়ে নিন।
কিছুটা জলের মধ্যে যেকোনো ধরনের একটি টি-ব্যাগ 10 মিনিটের জন্য ফুটিয়ে নিন। তারপর ওই জলটিক একটি স্প্রে বোতল এর মধ্যে ঢেলে নিল।
আপনি যখন বাইরে বেরোবেন তার আগেই আপনার জামাই আপনি ঘাম দুর্গন্ধ কারি পাউডার দেবেন এতে ঘাম কম হবে।
এছাড়াও যদি আপনার পায় মজা পরেন তাহলে মুজাটি নিয়মিত পরিষ্কার রাখবেন। তা না হলে রোগের সৃষ্টি হতে পারে।