ডিফেন্স

অভাবনীয় আবিষ্কার: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে ইলেকট্রিক যন্ত্র

ডিফেন্স ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এমন কুড়িটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যা উত্তর কোরিয়া এবং ইরানের সামরিক ইলেকট্রনিক যন্ত্র গুলো কে ধ্বংস করে দিতে পারে। মার্কিন বিমানবাহিনীর জন্য কাউন্টার ইলেকট্রনিক্স হাই পাওয়ার মাইক্রো ওয়েভ অ্যাডভান্সড মিসাইল প্রজেক্ট নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে বোয়িং ফ্যান্টম ওয়ার্ক। আজ থেকে বছর আটেক আগে 2012 সালে একটি সফল পরীক্ষা হয় তবে এতদিন পরতো হয়েই ক্ষেপণাস্ত্রের ব্যবহার ভাবে লক্ষ্য করা যায়নি। বিমান থেকে ছোড়া বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র অণুতরঙ্গ যন্ত্র বসানো থাকে, এবং এই যন্ত্র B 52 বোমারু বিমান থেকে ব্যবহার করা যায় এবং এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আওতাভুক্ত হলো সাতশো মাইল।

সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটি শত্রুপক্ষের আকাশপথে ঢুকে পড়তে পারে এবং অণুতরঙ্গ জ্বালানির নির্গমন করে শত্রুপক্ষের কম্পিউটার চিপ ধ্বংস করে দেয় এবং তাতে যেকোনো ইলেকট্রিক ডিভাইস সঙ্গে সঙ্গে বিপর্যস্ত হয়ে পড়বে। এই বিষয়ে কিরকলান্ড বিমানবাহিনীর ঘাঁটিতে বিমানবাহিনীর উচ্চক্ষমতাসম্পন্ন অণুতরঙ্গ বিভাগের প্রধান লৌহ রবিনসন বলেন, এই ক্ষেপণাস্ত্র এখনো অভিযানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছে এবং তারা যেকোন লক্ষ্যবস্তুকে হামলা করে উড়িয়ে দিতে পারে।

2012 সালে এইচ পিএম সমৃদ্ধ একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানো হয় মার্কিন বিমান বাহিনী তরফ থেকে এবং ইতিমধ্যেই এর অনেক আধুনিক করা হয়েছে। পরীক্ষার সময় উহাতে টেস্ট এন্ড ফায়ারিং রেঞ্জ দুই তলা ভবনের ওপর দিয়ে cham4 হয়েছে। এই কর্মসূচিতে যুক্ত বোলিংয়ের ক্লিক করবেন বলেন এটি দিয়ে আমরা যেখানে যাই সেখানে হামলা চালাতে পারব আজ আমরা বৈজ্ঞানিক কল্পকাহিনী কে বাস্তবে পরিণত করলাম।

ইতিমধ্যেই এটি সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়ে গেছে এবং তার কথা সম্প্রতি প্রকাশ্যে আনা হয়। বেশকিছু পত্র পত্রিকায় ইতিমধ্যেই এই বিষয় নিয়ে খবরও করা হয়। এবং এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের বাংকারে ঢুকে কোন মানুষজনকে না মেরে নিখুঁতভাবে যন্ত্রপাতি ধ্বংস করতে পারে। যদি কোনভাবে মাটির তলায় বা পাহাড়ের গুহা তেও হয় তাতেও কেবিল লাইন বা এন্টেনার মাধ্যমে ভিতরে ঢুকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দিতে পারে এভাবে পৃথিবীর যে কোন ঘাটিতে ঢুকে সেখানকার সমস্ত সামরিক অস্ত্র এবং বৈধ যন্ত্রপাতি ধ্বংসের ক্ষমতা রাখে এই অস্ত্রটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *