বিমানবাহিনীর পর এবার নৌবাহিনীর নতুন ভার্সন হাতে আসতে চলেছে দেশীয় বার্ডস তেজাসের। কি কি পরিবর্তন করা হতে চলেছে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে আসতে চলা যুদ্ধজাহাজ গুলিতে যাতে দেশীয় প্রযুক্তির যুদ্ধবিমান রাখা যায় তার কথা ভাবা হচ্ছে। আর সেই কারনে একাধিক পদক্ষেপ ও নেওয়া হচ্ছে। এতদিনে হয়ত দেশীয় বার্ডস তেজাসকে নৌবাহিনীর যুদ্ধজাহাজে দেখা যেত তবে এর বেশ কিছু সমস্যা থাকার কারনে তা আর সম্ভব হয়নি। তবে এই সমস্যার সমাধান যাতে করা যায় তার চিন্তা করা হচ্ছে।
কনফর্মাল ফুয়েল ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক তেজাসে যুক্ত করা হলে তবে তেজাস নৌবাহিনীর যুদ্ধজাহাজে দেখা যেতে পারে। আর তেজসের নেভাল ভ্যরিয়েন্টকে বাদ দেওয়ার সব থেকে বড় কারন হল এর হাই লোড ক্যপাসিটি নিয়ে। কারন বেশি পরিমান ওজন নিয়ে এর এন্ডিউরেন্স খুবই কম।ছোট যুদ্ধবিমান হওয়ার কারনে জ্বালানী ক্ষমতা সীমাবদ্ধ। আর সেই কারনে কনফর্মাল ফুয়েল ট্যঙ্ক এর কিছু সমাধান করতে পারে। তবে সেক্ষেত্রে আবার পেলোড ক্ষমতা কমে যাবে। কারন ইঞ্জিনে অতিরিক্ত জ্বালানী আর জ্বালানী ট্যঙ্কের চার পরবে।