ভারতবর্ষের সাথে সম্পর্কের উন্নতি চেয়ে বার্তা তালিবানের
নিউজ ডেস্কঃ আফগানিস্থানে তালিবানরা ক্ষমতায় আসার পর চিন্তার ভাঁজ ভারতবর্ষের কপালে। কারন আফগানিস্থানে প্রচুর পরিমানে বিনিয়োগ রয়েছে। আর যার ফলে একাধিক সমস্যায় পরতে পারে দেশ। আর সেই কারনে ডিপ্লোম্যাটিক স্তরে একাধিক কথাবার্তা চলছে। তবে তালিবানদের তরফ থেকে এখনও ভারত বিরোধী কথা সেভাবে শোনা যায়নি।
ইতিমধ্যে ভারতবর্ষের সাথে বন্ধুত্বের সম্পর্কই গড়ে তুলতে চাইছে তালিবান প্রশাসন। আর সেই কারনে একাধিক সিদ্ধান্ত জানিয়েছে তারা। তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্টানিকজাই জানিয়েছেন যে
“ভারত উপমহাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আমরা তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে চাই। আমাদের ব্যবসা পাকিস্তান থেকে ভারতের সাথে যুক্ত, এবং আমরা সেই সংযোগ চালু রাখতে চাই। আমরা ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে যথাযথ গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমরা চাই এই সম্পর্ক অব্যাহত থাকুক। আমরা এই বিষয়ে ভারতের সাথে কাজ করার জন্য উন্মুখ। পাশাপাশি একই সঙ্গে চাবাহারের মাধ্যমে ব্যবসা করার বিষয়ে ভারতের সাথে কোনো বাধা আমাদের তরফ থেকে থাকবে না”। তবে ভারতবর্ষের তরফ থেকে এখনও কোন উত্তর দেওয়া হয়নি।