পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানে বিশ্ব রেকর্ড বর্ডার রোড অর্গানাইসেশানের
নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একের পর এক কাজ করে চলেছে ভারতবর্ষ। বিশেষ করে ভবিষ্যতে যাতে চীনের বিরুদ্ধে দ্রুততার সাথে পদক্ষেপ নিতে পারা যায় তার দিকে নজর রাখা হচ্ছে। আর চীনের বিরুদ্ধে সীমান্তে পদক্ষেপ নিতে সবথেকে বেশি যা জরুরী ছিল তাহল সীমান্তে উন্নয়ন। আর এই সীমান্তে উন্নয়নের অর্থ হল রোড নির্মাণ বা পরিকাঠামো তৈরি করা। আর এই পরিকাঠাম তৈরি করতে বিরাট ভাবে এগিয়ে আসছে ভারতের বর্ডার রোড অর্গানাইসেশান।
BRO বা বর্ডার রোড অর্গানাইসেশান ইতিমধ্যে বিশ্ব রেকর্ড তৈরি করেছে। কারন পৃথিবীর সবচেয়ে উচ্চতম, ১৯৩০০ ফুট উচ্চতায় লাদখে মটোরেবল রোড তৈরি করেছে BRO। এর পূর্বে ভারতের উচ্চতম রোড ছিল খারদুংলা পাস। ভারত-চীন সীমান্তের কাছে ৫২ কিমি লম্বা উমলিংগা পাস এখন বিশ্বের সবচেয়ে উচ্চতম রোড। এর আগে বলিভিয়ার ১৮,৯৫৩ ফুট উচ্চতায় অবস্থিত রোড ছিল বিশ্বের সবচেয়ে উচ্চতম রোড যা উতুরুঞ্চু ভলক্যানো কে যোগ করে। উমলিংগ পাসের উচ্চতা ১৯৩০০ ফুট। অথায়ত সোজা কথায় বলতে গেলে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্টের দক্ষিণ বেসক্যাম্পের উচ্চতা ১৭,৫৯৮ ফুট এবং পৃথিবীর সব কমার্সিয়াল এয়ারক্রাফট ওড়ে প্রায় ত্রিশ হাজার ফুট উচ্চতায়। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভারতবর্ষের উন্নয়ন কতোটা এবং কোন স্থানে হয়েছে।