আগামি ৮ বছরে ভারতবর্ষের হাতে কত গুলি যুদ্ধবিমান আসতে চলেছে? জানালেন হ্যালের চেয়ারম্যান
নিউজ ডেস্কঃ তেজাস হাতে আসার পর ভারতবর্ষের বায়ুসেনার ক্ষমতা যে বাড়ছে তা বলাই বাহুল্য। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারনে যুদ্ধবিমান গুলি বিদেশেও বিক্রি করা যাবে যার ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো হবে বলে আশা করা হচ্ছে। শুধু তেজাস ১ নয় তেজাসের আরও একাধিক ভার্সন হাতে পেতে চলেছে বায়ুসেনা। বর্তমানে তেজাস ১ বিমানবাহিনীর হাতে আছে ভবিষ্যতে তেজাস মার্ক ১ এ থেকে শুরু করে তেজাস ২ ও হাতে আসতে চলেছে। তবে কবে আসবে এই ভার্সন গুলি?
এর মাধবন হ্যালের চেয়ারম্যান জানিয়েছেন যে আগামি বছরেই তেজাস মার্ক ১ এর প্রথম ফ্লাইট পরীক্ষা হতে চলেছে। এর ২০২৪ এ অর্থাৎ ঠিক দুই বছর পর এই যুদ্ধবিমানটি ভারতবর্ষের বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। বাকি তেজাস গুলি ২০২৯ এর মধ্যে ভারতবর্ষের বিমানবাহিনীর হাতে চলে আসবে। তেজাস মার্ক ১ এ শুধু নয় পাশাপাশি তেজাস মার্ক ২ ও তাড়াতাড়ি তৈরি হতে চলেছে। তবে এর জন্য আলাদা প্রডাকশান লাইন আপ খোলা হতে চলেছে।
তেজাসের জন্য ইঞ্জিন আমেরিকার থেকেই আসতে চলেছে। মোট ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি যার বিনিময়ে আমেরিকার GE অ্যাভিয়েশন মোট ৯৯ টি আমেরিকান F-404 ইন্জিন দেবে।