বিরাট অর্থ খরচ করে আমেরিকার থেকে ড্রোন ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। কোন ক্লাসের ড্রোন?
নিউজ ডেস্কঃ আমেরিকার কাছ থেকে বিধ্বংসী ড্রোন ক্রয় করার কথা থাকলেও তা পিছিয়ে আসে ভারতবর্ষ। কিত্নু এখন ড্রোনের চাহিদা থাকায় আবার ড্রোন ক্রয় করার ব্যাপারে আমেরিকার সাথে কথোপকথন শুরু করেছে ভারতববর্ষ। বিশেষ করে চীন এবং পাকিস্তানের কথা মাথায় রেখেই আমেরিকার থেকে বিধংসি ড্রোন ক্রয় করার কথা ভাবতে হচ্ছ সেনাবাহিনীকে।
আমেরিকার থেকে MQ-9 রিপার বা প্রিডেটর বি আর্মড ড্রোন ক্রয় করবে ভারতবর্ষ। এবং এই সিদ্ধন্তের জন্য রিপোর্ট DAC বা ডিফেন্স অ্যাকুইজেশন কাউন্সিল কে পাঠিয়ে দেওয়া হয়েছে।ডি এ সি সবুজ সঙ্কেত দিলেই ড্রোন ক্রয় করবে ভারতবর্ষ।NATO এর বাইরে ভারত ই প্রথম দেশ যারা এত অত্যাধুনিক প্রযুক্তির এই বিধ্বংসী ড্রোন ক্রয় করতে চলেছে। শেষ বছর ভারতের নৌবাহিনী দুটি MQ-9 লিজে নিয়ে ব্যবহার করছে।