ইসরায়েলের ৪ টি এফ ১৬ নিয়েই সিরিয়াতে হামলা
নিউজ ডেস্কঃ ইসরায়েলের হাতে যেকোনো ধরনের যুদ্ধাস্ত্র বা টেকনোলোজি যে কতোটা বিধ্বংসী তা আর বলার অপেক্ষা রাখেনা। আসলে তাদের হাতে থাকা বিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ ব্যাটেল প্রুফ। বিশেষ করে আমেরিকার যুদ্ধবিমান গুলি ইসরায়েলের হাতে যাওয়ার পর যে বিধ্বংসী হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।
ইসরায়েলের ৪ টি এফ ১৬ যুদ্ধবিমান সিরিয়াতে হামলা করে। যেখানে তার এয়ার টু গ্রাউন্ড মিসাইলের ব্যবহার করেছিল। তবে সেখানে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম Pantsyr-S এবং Buk-M2 মোতায়েন থাকার কারনে ৭ টি মিসাইল ই শ্যুট ডাউন করে বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়। তবে ইসরায়েল কি ধরনের মিসাইল ব্যবহার করেছিল তা এখনও জানা সম্ভব হয়নি যদি ক্রিস্টাল ম্যজে হয় তবে তা শুট ডাউন করা সোজা। তবে যদি রেমপেজ হয় তবে এটা রাশিয়ার বড় সাফল্য মানতে হবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের।বাকি যে একটি মিসিইল টার্গেটে হিট করেছে তা স্যফিরার সাইন্টিফিকরিসার্চ ইনস্টিটিউডের ক্ষতি করেছে বলে জানা গেছে। রাশিয়ার এই দাবীর আগেই যদিও সিরিয়া একই দাবী করেছিল। ইসরায়েলের সংবাদমাধ্যম “টাইমস অফ ইসরায়েল” বিষয়টি কভার করেছে। যদিও এখনও ইজ্রায়েলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।