পাকিস্তানকে কোনও সাহায্য নয়। ভারতবর্ষের সাথে বিদ্ধংসি হেলিকপ্টার চুক্তি ফাইনাল ষ্টেজে
নিউজ ডেস্কঃ রাশিয়ার সাথে ভারতবর্ষের সম্পর্ক অনেক পুরনো। একাধিক যুদ্ধে ভারতকে বিরাটভাবে সাহায্য করেছে রাশিয়া। বিশেষ করে ১৯৭১ এর যুদ্ধে ভারতের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধজাহাজ পাঠিয়েছিল তখন একাই রাশিয়া আমেরিকা সহ সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে রাজি হয়ে গেছিল।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সারগে সইগু Sergey Shoigu এর মধ্যে বৈঠক হয়েছে। যেখানে রাশিয়া ভারতের অনুরোধ স্বীকার করে পাকিস্তানকে কোনো অস্ত্র সরবরাহ করার থেকে নিজেকে বিরত রাখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি ভারতের সিকিউরিটি ও ভারতের আত্মনির্ভরের কর্মসূচীকে রুশ অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষনা করেছে। ইতিমধ্যে ভারত এবং রাশিয়ার মধ্যে একে-২০৩ এর চুক্তি সই হয়েছে। “ কামভ-২২৬টি ” কপ্টার ক্রয়ের ব্যপারটি ফাইনাল স্টেজে রয়েছে।