তেজসেকে উড়তে দেবেন না- আমেরিকা
নিউজ ডেস্কঃ LCA TEJAS। ভারতবর্ষের দেশীয় প্রযুক্তিতে হাতে আসা এমন এক যুদ্ধবিমান যা সারা পৃথিবীর ঘুম উড়িয়ে দিয়েছে। শুধু এশিয়া নয় সারা পৃথিবী জুড়ে হওয়া লাইট এয়ারক্রাফটের তুলনায় প্রথম ১০ এ রয়েছে এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানকে সার্ভিসে নিয়ে আসা এত সহজ ছিলনা। সারা পৃথিবীর হুমকির পাশাপাশি অনেক রাজনীতির স্বীকার হওয়ার পরই এই যুদ্ধবিমান সার্ভিসে আসে। বর্তমানে এই যুদ্ধবিমান ভারতবর্ষের আকাশকে সুরক্ষা দিয়ে আসছে এবং ভবিষ্যতে এই যুদ্ধবিমান বিরাট সংখ্যায় আসার পাশাপাশি পৃথিবীর বহু দেশের বিমানবাহিনীতে এই যুদ্ধবিমান দেখা যেতে চলেছে।
“তেজসেকে উড়তে দেবেন না। এটি প্রথমবার ফ্লাইটেই ভেঙ্গে পড়বে”- এমনটাই চিঠি দিয়ে জানিয়েছিল আমেরিকা। সেইসময় ভারতের প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডিসকে আমেরিকার পর্যবেক্ষণ দল চিঠি দিয়ে এমনটাই জানায়। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমেরিকা কোনোদিন ই চাইত না যে ভারতের হাতে দেশীয় যুদ্ধবিমান আসুক।
কিন্তু জর্জ ফার্নান্ডিস একটুও বিচলিত না হয়ে প্রক্রিত নেতার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। আমেরিকার বারংবার বারন করাকে উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সাথে আলোচনা করে তেজাসের উড়ানে ছাড়পত্র দেওয়া হয়। আজ ২০ বছর ধরে তেজাসে কোনোরকম দুর্ঘটনা ঘটেনি। অর্থাৎ মার্কিন চক্রান্ত কতোটা খারাপ ছিল তা বুঝতেই পারছেন।