জাপানি যুদ্ধবিমানকে আমেরিকান যুদ্ধবিমান জ্বালানি দিল মাঝ আকাশে। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ আমেরিকা এবং জাপানের বন্ধুত্ত্ব নতুন কিছু নয়। আর এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এক্সারসাইজ হতেই থাকে প্রায়শয়। অপরদিকে জাপান এবং আমেরিকার শত্রু চীন। আর সেই কারনে আজকাল দুই দেশ নিজেদের আরও কাছাকাছি আশার পাশাপাশি প্রায়শয় এক্সারসাইজ করে থাকে। তবে তাদের এক্সারসাইজ বাকি দেশ গুলির থেকে কিছুটা হলেও আলাদা। তারা তাদের নিজেদের নৌবাহিনী থেকে শুরু করে বিমানবাহিনীর একাধিক তথ্য শেয়ার করার পাশাপাশি এক দেশ অন্যদেশের জিনিস ব্যবহার করে থাকে।
কিছুদিন আগে আলাস্কার কাছে এই দুই দেশ একইসাথে এক্সারসাইজ করে। যেখানে আমেরিকার ট্যাংকার রিফুয়েলার গুলি জাপানের যুদ্ধবিমান গুলিকে রিফুয়েল করছিল বা জ্বালানী ভরতে দেখা যায়। আসলে জাপানের যুদ্ধবিমানটি আমেরিকারই লাইসেন্সড ভার্সন। জাপানের একটি এফ ১৫ একটি যুদ্ধবিমানকে রিফুয়েল করছিল আমেরিকার ট্যাংকারটি।