মার্কিন যুদ্ধবিমান গুলি ৫০০ পাউন্ড থেকে শুরু করে ২০০০ পাউন্ডের বোমা বহন করে। কতোটা ধ্বংসাত্মক হয় তাদের হামলা? রইল ভিডিও
নিউজ ডেস্কঃ আমেরিকার হাতে এফ ১৬ যুদ্ধবিমান গুলি যে একটা সময় শত্রুপক্ষের ঘুম কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য। এবং যুদ্ধবিমান গুলি এতোটাই আক্রমণাত্মক ছিল যে ২৫ টির উপর দেশ এই যুদ্ধবিমান ক্রয় করেছিল একটা সময়, পাশাপাশি জাপানের মতো দেশ এর লাইসেন্সড ভার্সন তৈরি করে। ৪৫০০ এর উপর এই যুদ্ধবিমান এখনও তৈরি করা হয়েছে।
তবে কখনও ভেবে দেখেছেন যে এই যুদ্ধবিমান গুলি যখন আক্রমণ করে তখন তারা কিভাবে আক্রমণ শানায়। বা কতোটা বিধ্বংসী হয় তাদের আক্রমন। আসলে এই যুদ্ধবিমান গুলি বিভিন্ন ধরনের এবং একাধিক ওজনের মিসাইল বহন করে, এবং স্থান বিশেষ হামলা করে। অর্থাৎ ৫০০ পাউন্ড থেকে শুরু করে ২০০০ পাউন্ড পর্যন্ত মিসাইল ব্যবহার করে এই যুদ্ধবিমান গুলি। যা যেকোনো সময় শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে পারে। তবে তারা কিভাবে আক্রমণ শানায় জানেন?