ডিফেন্স

চতুর্থ প্রজন্মের তেজাস কতোটা বিধ্বংসী হতে চলেছে? রইল ভিডিও

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে তেজাস আসার পর ভারতের বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আসলে দেশের আকাশকে সুরক্ষা করতেই এই যুদ্ধবিমান সার্ভিসে নিয়ে আসার কথা ভাবা হয়েছিল। পাশাপাশি এই যুদ্ধবিমানের পুরো স্কোয়াড্রনটি চলে আসলে মিগ ২১ এর মতো পুরনো যুদ্ধবিমানকে পুরোপুরিভাবে অবসর করিয়ে নেওয়া হবে। যুদ্ধবিমানটি বর্তমানে ভারতের হাতে থাকলেও ৫০ টির মতো যুদ্ধবিমান হাতে হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে প্রচুর পরিমাণে এই যুদ্ধবিমান হাতে আসবে।

লাইট কমব্যাট যুদ্ধবিমান তেজাস ভারতের হাতে থাকলেও যুদ্ধবিমানটি ভবিষ্যতে আরও বেশ কিছু দেশের হাতে দেখা যেতে চলেছে। কারন এই যুদ্ধবিমানটি বিদেশের বিক্রির কথা ইতিমধ্যে বেশ কিছু দেশের সাথে চলছে। সবথেকে বড় ব্যাপার পৃথিবীর প্রথম ১০ সেরা লাইট যুদ্ধবিমানের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমান যেকোনো সময় শত্রুপক্ষের ঘুম কেড়ে নিতে যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *