ডিফেন্স

চীনের পরমানু মিসাইলের জবাব দিতে আসতে চলেছে ভারতের দেশীয় মিসাইল অগ্নি প্রাইম

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে লড়তে একের পর এক নতুন এবং অত্যাধুনিক অস্ত্র সামনে নিয়ে আসছে ভারতবর্ষ। বিশেষ করে চীনের সাথে সংঘাতের পরই সামরিক ক্ষেত্রে ভারতবর্ষের উন্নতি চোখে পরার মতো। চীনের বিরুদ্ধে লড়তে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে। ভবিষ্যতে যাতে চীনের লাল চোখকে পরোয়া আর করতে না হয় তা মাথায় রেখেই একধিক মিসাইল ও সার্ভিসে নিয়ে আসা হচ্ছে।

চীনের মিসাইল গুলির বিরুদ্ধে জবাব দিতে ইতিমধ্যে অগ্নি প্রাইমের সফল ট্রায়াল করেছে ভারতবর্ষ। চীনের দংফেং ২১ বোমের বিরুদ্ধে বা মিডিয়াম রেঞ্জ ব্যালেস্টিক মিসাইলের জবাব দিতেই অগ্নি প্রাইম সার্ভিসে আসছে বলে মত একাধিক বিশেষজ্ঞদের। ভারতের এই অগ্নি প্রাইম সবদিক থেকেই চীনের থেকে এগিয়ে। 

ডংফেং-২১                                অগ্নি প্রাইম

রেঞ্জঃ        ১৭৫০কিমি                 ২০০০কিমি

পেলোডঃ   ৬০০কেজি                ৭০০কেজি (সম্ভাব্য)

ওজনঃ       ১৪.৭টন                      ±১১টন

আরভি টাইপঃ দুটি মিসাইলেরই সিঙ্গিল ম্যনুয়েভারেবেল রিএন্ট্রি ভেহিকেল।

বলা বাহুল্য যে চীনের এই দংফেং ২১ ১৯৯১ সালে তাদের সার্ভিসে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *