যুদ্ধবিমান থেকে লেসার অস্ত্র ব্যবহার করে শত্রুপক্ষকে ধংস করবে। নতুন যুদ্ধাস্ত্র নিয়ে আসতে চলেছে ইসরায়েল
নিউজ ডেস্কঃ সামরিক ক্ষেত্রে ইসরায়েল যে কতোটা অত্যাধুনিক তা ইতিমধ্যে বহুবার প্রমান হয়েছে। পৃথিবীর বাকি দেশ গুলিকে তারা প্রমান করার পাশাপাশি আরবের মতো দেশকে তারা উচিৎ শিক্ষাও দিয়েছে। তবে এবার আরও এক কদম এগিয়ে ভেবেছে। ইসরায়েল বর্তমানে লেসার অস্ত্র নিয়ে কাজ করছে। যা একাধিকবার একাধিক সুত্র মারফৎ খবর আসলেও প্রমান হয়নি। সম্প্রতি তারা তাদের লেসার অস্ত্র সকলের সামনে নিয়ে এসেছে।
ইসরায়েল তাদের এক লাইট এয়ারক্রাফট থেকে লেসার অস্ত্র প্রয়োগ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যে তারা বেশ কয়েকদিন ধরে এই পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
তাদের এই নতুন অস্ত্র যে কতোটা ভয়ঙ্কর তা পরীক্ষা করার সময়ই প্রমান পাওয়া গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের রিসার্চ এবং ডেভেলপমেন্ট ইউনিট সঙ্গে ইসরায়েলের বায়ুসেনা এবং এলবিট সিস্টেম এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিল। ট্রায়াল চলার সময় মনুষ্য রহিত ড্রোন সিস্টেমকে ভূপাতিত করা হয়। আসলে সেনার একটি হালকা যুদ্ধবিমানের উপর হাই পাওয়ার লেজার অস্ত্র ইন্সটল করা হয় এবং সেটি দিয়ে বিভিন্ন দিকে এবং বিভিন্ন উচ্চতায় বেশ কয়েকটি মনুষ্য রোহিত ড্রোনকে শ্যুট ডাউন করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে পৃথিবীতে ইসরায়েল হল এমন এক দেশ যারা এরকম যুদ্ধাস্ত্র নিয়ে আসতে চলেছে। ইসরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল Yaniv Roetam এবং ইসরাইল মিলিটারি রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রধান বলেছেন এটা প্রথম ধাপ গ্রাউন্ড ব্রেকিং ডেভেলপমেন্ট তবে এখনও অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার আছে।
পরীক্ষা চলা অবস্থায় স্বয়ংক্রিয় শক্তিচালিত পদ্ধতিতে লেজার ছুড়ে মেঘের উপরে থাকা লক্ষ্যবস্তু কে গুঁড়িয়ে দিতে সক্ষম হয়।তিনি বলেন যে এটি যেকোনো আবহাওয়াতে কাজ করতে সক্ষম।
তথ্য দ্য জেরুজালেম পোস্ট টুইটার হ্যান্ডেল।