আমেরিকা বছরে ১৬৯ টি করে যুদ্ধবিমান তৈরি করতে চলেছে, আর ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের যুদ্ধবিমান তৈরি করার যা হার তা বলার মতো অবস্থায় নেই। এতোদিন পর্যন্ত ঠিকমতো ভাবে বিমান তৈরি করলে হয়ত অনেক পাইলটের জীবন বেঁচে যেত। কারন বিমান তৈরির হার যদি বেশি থাকত তাহলেও পুরনো অনেক যুদ্ধবিমান যেমন মিগ ২১ র মতো বিমানকে অবসর করে তেজাসের মতো যুদ্ধবিমানকে সার্ভিসে নিয়ে আসা যেত। একসাথে পুরনো যুদ্ধবিমান গুলিকে অবসর করানো সম্ভব নয় তাহলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে ভারতবর্ষকে আর সেই কারনে আসতে আসতে পুরনো যুদ্ধবিমান গুলিকে অবসর করে তেজাসের মতো যুদ্ধবিমানকে সার্ভিসে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছে যে হ্যালের মতো দেশের সরকারই সংস্থা গুলির জন্য কিভাবে দেশের পাইলটদের প্রান হারাতে হচ্ছে।
লকহিড মার্টিনের তৈরি আমেরিকার অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান এফ ৩৫ এর রেট বিরাটভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে তারা ৯২ টি করে যুদ্ধবিমান তৈরি করলেও ২০২২ থেকে ১৬৯ টি যুদ্ধবিমান তৈরি করবে প্রতি বছরে।
আর ভারতবর্ষের হ্যাল বছরে ৮ টি করে তেজাস যুদ্ধবিমান তৈরি করে যা চলতি বছর থেকে ১৬ টি করে তৈরি করতে চলেছে। ভারতবর্ষের বায়ুসেনার জন্য হ্যাল ৪০ থেকে ৫০ টি যুদ্ধবিমান তৈরি করা দরকার ছিল বলে মত সামরিক বিশেষজ্ঞদের। ভারতবর্ষের বায়ুসেনার জন্য যুদ্ধবিমান তৈরি করা হ্যাল যদি আজ প্রাইভেট সংস্থা হত আমেরিকার মতো তাহলে ভেবে দেখুন কত গুলি প্রান বেঁচে যেত।