ভারতের বায়ুসেনার অফিসারদের দ্বিতীয় পার্টের ট্রেনিং হতে চলেছে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে
নিউজ ডেস্কঃ ভারত এবং আমেরিকার সখ্যতার প্রমান আর নতুন করে কিছু দেওয়ার নেই। ভারতবর্ষ আমেরিকার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র ইতিমধ্যে পেয়েছে তবে এখনও অনেক সামরিক চুক্তি রয়েছে, যার ফলে আসতে আসতে ভারতের বিমানবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী লাভবান হতে চলেছে।
ইতিমধ্যে ভারতের হাতে রোমিও হেলিকপ্টার এসে পৌঁছেছে। বেশ কয়েক বছর আগে আমেরিকা এবং ভারতের মধ্যে চুক্তি হয় এই হেলিকপ্টার ক্রয় করা নিয়ে। ১৬০০০ কোটি টাকার বিনিময়ে মোট ২৬ টি হেলির চুক্তি হয়েছিল। এই হেলিকপ্টার গুলি চালানোর জন্য ভারতের নৌসেনার পাইলটদেরকে দুধাপে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমেরিকার ফ্লোরিডা শহরের পেনসাকেলা তে এবং দ্বিতীয় পার্টের ট্রেনিং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে।
এই বিশেষ হেলি গুলি নৌবাহিনীর কথা চিন্তা করেই ১৯৭৮ সালে আমেরিকা তৈরি করেছিল। বর্তমানে ৪ টি দেশ এই হেলি ব্যবহার করলেও ১০ এর উপর দেশ এই হেলি ব্যবহার করতে চলেছে। তার মধ্যে ভারতবর্ষ অন্যতম। এখনও পর্যন্ত ৯০০ এর উপর উপর এই হেলিকপ্টার তৈরি করা হয়েছে।
এই হেলিকপ্টার গুলিকে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার, নেভাল স্পেশাল ওয়ারফেয়ারের মতো বড় বড় মিশনে ব্যবহার করা যায়, পাশাপাশি ফ্রিগেট, ডেস্ট্রয়ার, ক্রুসার, ফাস্ট সাপোর্ট শিপ, এবং এয়ারক্র্যাফট ক্যারিয়ার থেকে পরিচালনা করা যায়। সবথেকে বড় ব্যাপার হল এই যে এগুলিকে একাধিক কাজে ব্যবহার করা যায়।
৪ জন ক্রিউ নিয়ে মোট ২৭০০ কেজি বহন করতে সক্ষম।সর্বচ্চ ২৭০ কিমি গতিবেগে ১২০০০ ফুট উচ্চতা থেকে ৮৩০ কিমি পর্যন্ত বিভিন্ন মিশনে যেতে সক্ষম। স্পেশাল কিছু মেশিনগান ছাড়াও হেলফায়ার মিসাইল এবং পেঙ্গুইন মিসাইল রয়েছে এই হেলি গুলির সাথে।ভারতবর্ষ ছাড়াও ইসরায়েলের মতো দেশ এই হেলিকপ্টার ক্রয় করছে।