করোনা ভাইরাসের কারনে ভারতের সামরিক সংস্থার কতজন কর্মচারী মারা গেছেন?
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সারা বিশ্ব জুড়ে এক বিরাট প্রভাব ফেলেছে। বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউ এ বিরাটভাবে ক্ষতি হয়েছে ভারতবর্ষের। ভারতবর্ষের প্রতি ক্ষেত্রেই বিরাট সমস্যার সম্মুখীন হয়েছে। তবে ভারতের ডিফেন্স সেক্টর গুলিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই মহামারীর ফলে বিরাটভাবে ক্ষতি হয়েছে ভারতের সামরিক সংস্থা হ্যালের। আর তার ফলে ব্যাহত হয়েছে তেজাসের প্রডাকশান লাইন আপ। এই ভাইরাসের কারনে হ্যালের ৪০০০ কর্মি আক্রান্ত হয়েছেন। প্রান হারিয়েছেন প্রায় ১০০কর্মচারী। যার ফলে হ্যলের তেজস সহ একাধিক প্রোজেক্ট ভীষণভাবে ক্ষতি হয়েছে। ফলে বিরাটভাবে সময়ের ক্ষতি হয়েছে অর্থাৎ ঠিকমতো প্রডাকশান হয়নি এই যুদ্ধবিমানের। তবে যে সময়ের ক্ষতি হয়েছে তা পূরণ হয়ে যাবে।