গায়িকা অভিনেত্রী সুপর্ণা কুমার মানুষের পাশে
করোনা আবহে যেখানে বেশ কিছু মানুষ প্রকৃতপক্ষে জীবিকা এবং জীবনের জন্য কাঁদছে, সেখানে কয়েকজন স্বর্গদূত রয়েছেন,যারা সেই অসহায় মানুষ গুলির জন্য আন্তরিক ভাবে সাহায্য করে চলেছেন।সেই স্বর্গদূতদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী এবং সংগীত শিল্পী সুপর্ণা কুমার। সুপর্ণা খুব সম্প্রতি সুরঞ্জন দে পরিচালিত “আনলাকি শার্ট” স্বল্প দৈঘ্যের ছবিতে অভিনয় করেছেন।শুধু অভিনয় নয়,তিনি এই ছবির জন্য একটি গানও গেয়েছেন। যদিও এটি তাঁর প্রথমবার কন্ঠশিল্পী হিসাবে কাজ নয়, বরং তিনি হিন্দিতে কুনাল গাঞ্জাওয়ালা এবং কুমার শানুর সঙ্গেও প্রচুর গানে গলা মিলিয়েছেন।

সুপর্ণা সম্প্রতি পাঁচ হাজার অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিন খাবার, শুকনো খাবার, মিষ্টি, ওষুধ,ও আর এস, এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বন্টন করার একটি দুর্দান্ত উদ্যোগ নিয়েছেন।পাঁচ হাজার জনের মধ্যে রয়েছেন বারানগর অঞ্চলের কিছু দরিদ্র মানুষ, কোভিডজয়ী দুঃস্থ,ফুটপাতবাসীরা। অবশ্য শুধু অসহায় মানুষই নন, পথ কুকুরদেরও খাবার এবং চিকিৎসার ব্যবস্থা করে চলেছেন গত বছরের লকডাউন-এর শুরু থেকে।সুপর্ণা সব সময় বিশ্বাস করেন,তিনি চিরকাল না থাকলেও তাঁর কাজ কিন্তু অন্যের মধ্যে চিরকাল জীবিত থাকবে।