আগার তুম মিল যাও
অসাম থেকে বিক্রম আসে বিবেক বাবুর বাড়িতে কিছুদিন সেখানে থেকে আর্ট কলেজে ভর্তি হতে চায় ।
বিবেক এর দুই মেয়ের ঘোর অপত্তি বাড়িতে দুটো ইয়াং মেয়ে থাকতে একটা ছেলেকে কেনো আশ্রয় দিল তার বাবা ।বড় মেয়ে পায়েল প্রথম দিন থেকেই বিক্রম এর সাথে খারাপ ব্যাবহার করতে থাকে,কিন্তু বিক্রম এর ভালো লাগে পায়েল কে,পায়েল সেটা বুঝতে পেরে আরো আরো অপমান করে বিক্রম কে ।
পায়েল বলে তার স্বপ্ন তার সাথে যার বিয়ে হবে সে হবে একদিকে সুদর্শন,অন্নধারে ধনী,তার জীবন হবে কোনো স্বপ্নের রনির মত।বিক্রম চ্যালেঞ্জ করে একদিন সব ভুলে পায়েল কেই তার কাছে আসতে হবে।
পায়েলের জীবনে সত্যি আসে এমন একজন পুরুষ যা সে রাত দিন স্বপ্ন দেখতো, আরভ,সব মেয়ের কাছেই যে ছিল হার্টথ্রব ।
মেলামেশা শুরু হয়,ক্রমশ সম্পর্ক গভীর হয় । একদিন পায়েল বুঝতে পারে সে প্রেগনেন্ট । ভয় পায়,আরভ কে জানায়,আরব খুশি হয়ে বিয়ের দিন ঠিক করতে বলে । ওদের বিয়ের দিন ঠিক হয়,বিক্রম সব জানতে পেরে আসামে ফিরতে চায়,বিবেক বাবু আটকায়,বিয়ে না হওয়া পর্যন্ত বিক্রম কে ছাড়তে চায় না। যন্ত্রণা বুকে চেপে বিক্রম ই বিয়ের আয়োজন করতে থাকে। বিয়ের দিন যত এগিয়ে আসে ,আরভ এর কোনো খবর পাওয়া যায় না,না ফোন না কোনো যোগাযোগ।পাগলের মত সবাই আরভ কে খুঁজতে থাকে,কিন্তু কোথাও তার কোনো খবর নেই।কান্নাকাটি শুরু হয় হঠাৎ ই টিভি র পর্দায় ভেসে ওঠে আরভ এর মুখ,সবাই হতবাক…
এবার কি হতে চলছে সেটাই দেখার…