চীন এবং রাশিয়াকে হামলা চালাতে ২০২৩ এ বিধ্বংসী গতির মিসাইল আনছে আমেরিকা। গতি কত হতে চলেছে জানেন?
নিউজ ডেস্কঃ সারা পৃথিবীর বিরুদ্ধে এক যুদ্ধ করতে পারে এতোটাই ক্ষমতাশালী আমেরিকা। তারা যেকোনো সময় যেকোনো দেশকে গুঁড়িয়ে দিতে পারে। তাদের যা ডিফেন্স বাজেট তার অর্ধেকের অর্ধেক ও কোন দেশের ডিফেন্স বাজেট নয়। আমেরিকা একাধিক যুদ্ধাস্ত্র তৈরি করে রেখেছে রাশিয়ার বিরুদ্ধে লড়তে বা রাশিয়াকে যেকোনো সময় উত্তর দিতে। তবে এখন তাদের শত্রু শুধু রাশিয়া নয় পাশাপাশি চীনের মতো দেশ ও তাদের শত্রু তালিকায় নাম লিখিয়েছে। আর সেই কারনে আরও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র উন্নয়ন করছে আমেরিকা।
মিসাইল টেকনোলোজির ক্ষেত্রে আবারও এক নতুন কাজ শুরু করেছে মার্কিন যুক্ত রাষ্ট্র। মার্কিন সেনা তাদের নতুন LRHW মিসাইল বা লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপনস তৈরি করছে। এর গতি হতে চলেছে ১৭ ম্যাক বা ২০,০০০ কিমি/ ঘণ্টা! পাশাপাশি এর রেঞ্জ প্রায় ২৬০০ কিমি! অর্থাৎ বুঝতেই পারছেন কোন দেশ তাদের হাতের মুঠে চলে এল। এই মিসাইল সার্ভিসে আসতে চলেছে ২০২৩ এ আমেরিকার সেনার হাতে। মিসাইলটি আসার অর্থ হল ননকনভেনশনাল ওয়ারে অনেক দূর থেকই রাশিয়া এবং চীনের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম হবে আমেরিকা। অত্যাধিক গতির জন্য এই মিসাইল কে আটকাবার মত এয়ারডিফেন্স সিস্টেম রাশিয়া এবং চীনের হাতেও নেই। সূত্রের খবর অনুযায়ী রাশিয়ার হাতে আসতে চলা S-500 ও এই মিসাইল কে আটকাতে পারবে না। তবে বলে রাখা ভালো যে এই মিসাইল ল্যান্ড বেসড বা ভূমি থেকে নিক্ষেপ করা হয়ে থাকে, তবে নৌসেনার জন্য আলাদা একটি ভার্সনও তৈরি হচ্ছে, যা আমেরিকার ৭০ টি যুদ্ধজাহাজে এই মিসাইল মোতায়েন করা হতে চলেছে ২০২৫ সালের মধ্যে। পাশাপাশি আমেরিকার সাবমেরিন গুলিতেও থাকতে চলেছে এই অস্ত্র।