ডিফেন্স

ষষ্ঠ প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা

নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে ভারতের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছে। আর সেই কারনে একাধিকভাবে উপকার হচ্ছে দুই দেশেরই। ফ্রান্সের সাথে একাধিক প্রোজেক্টের কাজ এগোনর কথা ভারতীয় সেনার। তবে ভবিষ্যতে ফ্রান্স এবং ভারতের নৌবাহিনী পৃথিবীর অন্যতম সেরা নৌবাহিনী হতে চলেছে তা বলাই বাহুল্য।

ফরাসী সরকার তাদের পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরী করার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। যা তিনশ মিটার লম্বা এবং পচাত্তর হাজার টন ওজনের এটি একটি সুপার ক্যারিয়ার হতে চলেছে। চল্লিশটির ওপরের ষষ্ঠ/পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বহণ করবে পাশাপাশি রোটারি ক্রাফ্ট, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বহণ করতে পারবে। ফ্রান্সের সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই সুপার ক্যারিয়ার ২০৩৮ এ ফরাসী নৌবাহীনির একটি বিরাট অংশ হবে।

অপর দিকে আগামী বছর অর্থাৎ ২০২১ ভারতীয় নৌবাহীনির জন্য ব্যস্ত হতে চলেছে। কারণ আগামী বছর ভারতীয় নৌবাহীনি বেশ কিছু মেগা প্রজেক্টের শুরু করতে চলেছে। এদের মধ্যে রয়েছে :-

৬৫,০০০ হাজার টন সুপার ক্যারিয়ান IAC-2 এর AoN প্রকৃয়া। যার জন্য বাজেট ধরা হয়েছে ₹৬০,০০০ কোটি টাকা।

ছয়টি P-75I ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের RFP জারি হবে। এর জন্য মোট বাজেট ₹৬০,০০০ কোটি টাকা।

আগামী বছর ছয়টি P-76 টি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন ক্রয় প্রকৃয়া শুরুর জন্য ক্যাবিনেট কমিটির অনুমতি মিলতে পারে। এর জন্য বাজেট ধার্য হয়েছে ₹৯০,০০০ কোটি টাকা। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ভারতের নৌসেনার জন্য চিরস্মরণীয় হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *