ডিফেন্স

দাম এবং যুদ্ধাস্ত্র বহনের ক্ষেত্রে সারা পৃথিবীর ঘুম কেড়ে নিয়েছে এই ৫ টি যুদ্ধবিমান। রয়েছে ভারতবর্ষের হাতে

এসইউ-৫৭- রাশিয়ার একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। আসতে আসতে রাশিয়ার সেনাবাহিনীতে এই যুদ্ধবিমান আসছে। যুদ্ধবিমানটির আন্তর্জাতিক বাজারে বিক্রয়মূল্য ৬৫-৭০ মিলিয়ন ডলার, অর্থাৎ আমেরিকার এফ ২২ র‍্যাপ্টোরের থেকে অনেকটাই কম। এর পে লোড ক্ষমতা ৯,০০০ কেজি। পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ খরচ ও অনেকটাই কম ২০,০০০ ডলার।

এসইউ-৩৫এস- অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান সেভাবে ক্ষমতা দেখাতে সম্ভব হয়নি, পাশাপাশি যুদ্ধবিমানটির একাধিক অসুবিধা থাকার কারনে আন্তর্জাতিক বাজার পায়নি রাশিয়া। আন্তর্জাতিক বাজারে বিক্রয়মূল্য ৭০-১০০ মিলিয়ন ডলার। পে লোড ক্ষমতা ৮,০০০ কেজি। রক্ষনাবেক্ষন খরচ ২৪-২৬ হাজার ডলার।

এসইউ-৩০- এই গোত্রের যুদ্ধবিমান চীন এবং ভারত ব্যবহার করে তবে আলাদা ভার্সন। এই সিরিজের যুদ্ধবিমানের আন্তর্জাতিক বিক্রয়মূল্য ৬৫ মিলিয়ন ডলার। যুদ্ধবিমানটির পে লোড ক্ষমতা ৮,০০০ কেজি। রক্ষণাবেক্ষণ খরচ ১৪-১৮ হাজার ডলার।

ফ্রান্সের তৈরি রাফাল- কিছুদিন আগেই ভারতবর্ষের হাতে এই বিদ্ধন্সগি যুদ্ধবিমান এসেছে, শুধু ভারত বা ফ্রান্স নয় পাশাপাশি গ্রিস এবং মিশরের মতো দেশের হাতে এই যুদ্ধবিমান রয়েছে। তবে ভারতের থাকা ভার্সনটিকে সবথেকে ভয়ংকর বলা হয়ে থাকে। যুদ্ধবিমানটির বিক্রয়মূল্য ৮০-১০০ মিলিয়ন ডলার। পে লোড ক্ষমতা ৯,৫০০ কেজি। রক্ষণাবেক্ষণ খরচ ১৮,০০০ ডলার।

ইউরোফাইটার টাইফুন- আকাশের রাজা বলা হয়ে থাকে ইউরোপের এই যুদ্ধবিমানকে তবে এই বিমানের প্রোজেক্ট থেকে বেরিয়েই ফ্রান্স রাফালে তৈরি করেছিল। ইউরোফাইটারের আন্তর্জাতিক দর ১২৫ মিলিয়ন ডলার। পে লোড ক্ষমতা ৯,০০০ কেজি। রক্ষণাবেক্ষণ খরচ ৯-১০ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *