ডিফেন্স

পাক যুদ্ধবিমান গুলিকে নজরে রাখতে বিধ্বংসী করা হচ্ছে দেশীয় প্রযুক্তির মিসাইলকে

নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল অস্ত্র মার্ক ১কে আরও বেশি বিধ্বংসী করে তলার চেষ্টা হচ্ছে। পাশাপাশি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নতি এতোটাই তাড়াতাড়ি হচ্ছে যা সত্যি প্রশংসনীয়। AStra mk 1 মিসাইল যখন বিমান ও নৌ বাহিনী ইন্সটল হচ্ছে তখন astra mk2 মিসাইল কাজ চলছে।

সূত্রের মতে এর রেঞ্জ 150 কিমি , যা একে Pl 15 , Aim120D সম পর্যায়ে নিয়ে যাবে ,অর্থাৎ  Aim120C 5থেকে যার রেঞ্জ 105কিমি এগিয়ে আছে। পাক এফ 16 বিমান এই aim 120সি5 মিসাইল ও পাক জে এফ 17 ব্লক 3 ওই Pl 15 মিসাইল ব্যাবহার করবে।

অস্ত্র এম কে 2 হবে ডুয়াল পালস মোটর চালিত মিসাইল যেখানে অস্ত্র এম কে 1 নানো পালস চালিত। প্রথম মোটরটি প্রাথমিক স্টেজে ব্যাবহার হবে এই স্টেজে জ্বালানি কম পুড়িয়ে মিসাইল দ্রুত গতিতে টার্গেট দিকে যাবে দ্বিতীয় টার্মিনাল ফেজ এখানে মিসাইল মধ্যে দ্বিতীয় মোটর চালু হবে মিসাইল বেশী জ্বালানি পুড়িয়ে লক্ষের কাছে আসবে ইগ্নাইট হবে ও কিছু মানুভার করতে পারবে যাতে লক্ষ্য বস্তুর পালাবার পথ বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *