ডিফেন্স

অপারেশান বিজয়। টাইগার হিলে যেভাবে পাকিস্তানি সেনাদের থেকে ছিনিয়ে নিয়েছিল ভারতীয় সেনারা

নিউজ ডেস্কঃ শত্রুদেশকে শিক্ষা দিতে যে ভারতের সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইকের মতো যে গোপন অভিযান চালাতে পারে। এবং নতুন কিছু নয়। এর আগেও অনেক গোপন অপেরেশান চালিয়েছে সেনাবাহিনী। ৮০ র দশক থেকে বেশ কয়েকটি এরকম গোপন অপারেশান চালিয়েছে ভারতের সেনাবাহিনী।

অপারেশন ব্ল্যাক টর্নেডো, ২০০৮: ২৬/১১ মুম্বাই হামলার কথা কে না জানে বলুন তো?আর এই হামলা থেকে অর্থাৎ জঙ্গিদের কবল থেকে সাধারণ মানুষদের মুক্ত করতে এক বিরাট ভূমিকা নেয় ভারতের বিশেষ বাহিনী এন এস জি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বাহিনী। প্রথম দিনেই তারা ৯ জন সাধারণ মানুষকে জঙ্গিদের থেকে মুক্ত করে। এবং পরে ওবেরয় হোটেল ও ছত্রপদী শিবাজী টার্মিনাসেও প্রায় ৩০০ জন সাধারণ মানুষকে জঙ্গি কবল থেকে উদ্ধার করেছিল এনএসজি কম্যান্ডরা৷ আর এই অপেরেশানের নাম ছিল অপারেশান ব্ল্যাক টর্নেডো।

অপারেশন বিজয়, ১৯৯৯: পাকিস্তানকে যে ভারত একাধিকবার শিক্ষা দিয়েছে তা আর নতুন কিছু নয়। তবুও তারা কাশ্মীরে অনুপ্রবেশ কমাতে চায়না। তবে পাকিস্তানকে উচিৎ শিক্ষা দেওয়া হয়েছিল ১৯৯৯ সালে। অপারেশান বিজয় না ছিল এই অপারেশানের, টাইগার হিলের দখন নিয়েছিল পাক সেনারা৷ ভারতীয় জওয়ান এবং বায়ু সেনাদের বীরত্বের কারনে পাকিস্তানিদের দেশের ভূখণ্ড থেকে বিতাড়িত করা হয়ছিল। এবং ভারতের শহিদ হয়েছিল প্রচুর সেনা৷

অপারেশন ক্যাকটাস, ১৯৮৮: ভারতবর্ষকে সহয়তা চেয়েছিল প্রেসিডেন্ট গায়ুম, কারন সেইসময় তামিল ইলম পিপলস লিবারেশন অভ্যুত্থানের চেষ্টা করেছিল।আর সেই কারনে ভারতীয় বিমানবাহিনী মেল বিমানবন্দরে প্যারাশুট রেজিমেন্টের সৈন্যদের নিয়ে অবতরণ করেছিল৷

অপারেশন পবন, ১৯৮৭: ভারতবর্ষ শুধু দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়নি পাশাপাশি বহুদেশকে ইতিমধ্যে সুরক্ষা প্রদান করেছে। শ্রীলঙ্কায় জাফনায় এলটিটিই জঙ্গিদের প্রতিরোধে শ্রীলঙ্কার সেনারা ব্যর্থ হয় আর সেই সময় তাদের সাহায্যে এগিয়ে এসেছিল ইন্ডিয়ান আর্মি৷ তিন বছর চেষ্টার পরে  শ্রীলঙ্কায় শান্তি ফিরে আসে৷

অপারেশন মেঘদূত ১৯৮৪: ভারতীয় ভুমিতে পাকিস্তানি অনুপ্রবেশ বা পাকিস্তানীরা হঠাৎ করে কোনও কিছু আক্রমণ করা নতুন কিছু নয়। শিমলা চুক্তির কারনে সিয়াচেন ভারত ও পাকিস্তান দু’দেশই ব্যবহার করত৷ তবে হঠাৎ করে সেই অঞ্চলে সেনা মোতায়েন শুরু করে পাকিস্তান এবং সেই স্থান নিজেদের বলে দাবি করতে থাকে তারা৷ তখনই ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন মেঘদূত অভিযান করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *