প্রতিদিন এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি হচ্ছে
নিউজ ডেস্কঃ দেশের যেকোনো সংকটের সময় সর্বদা এগিয়ে এসেছে সেনা। আর এই মহামারীতে সেই চিত্র দেখা গেল এবার। জার্মান থেকে ২৩ টি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে আসা হয়েছিল দেশের অক্সিজেনের সমস্যা মেটাতে। আর সেই প্ল্যান্ট গুলি যে বেশিরভাগ সমস্যা মেটাতে পারবে তা আশা করা যায়। তবে এই প্ল্যান্টের বেশিরভাগ ডিফেন্স রিসার্চ অরগানাইসেশান পরিচালনা করবে।
জার্মানি ভারতেকে ২৩ টি অক্সিজেন জেনেরেশন প্লান্ট সরবরাহ করেছে। এই প্ল্যানটি প্রতিদিন এক লক্ষ লিটার অক্সিজেন তৈরী করতে পারবে। এটিকে দিল্লীর সর্দার বল্লভভাই প্যাটেল কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যা পরিচালনার ভার দেওয়া হয়েছে DRDO কে।