চীন, পাকিস্তানের ঘুম ওড়াতে ভারতের ভয়ংকর হেলিকপ্টার। অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন হল এই হেলি
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের কাছে এমন কিছু আট্যাকিং হেলিকপ্টার আছে যা সত্যি প্রশংসনীয়। ৫ দশক আগে তৈরি হওয়া এপাচে হেলিকপ্টার গুলি ভারতের সেনাবাহিনীর হাতে থাকা এক অত্যাধুনিক এবং গুরুত্বপূর্ণ সম্পত্তি বলা যেতে পারে। শত্রুপক্ষের ঘুম ওড়াতে এক বিরাট ভূমিকা পালন করে এই যুদ্ধবিমান।
AH 64 E এপাচে গার্ডিয়ান এট্যাক হেলিকপ্টার।
এতে ফিট করা আছে একটি 30 মিমি বন্দুক প্রনালী 1200 রাউন্ড গুলি সমেত। এর স্টাব উইংস মানে মূল কাঠামোর পাশে ডানায় 4 টি হার্ড পয়েন্ট আছে ,যাতে এরা বিভিন্ন মিসাইল বহন করতে পারে। মিশন অনুযায়ী যুদ্ধাস্ত্র যুক্ত করা হয় হেলিকপ্টার টিতে। AH 64 E বহন করতে পারে 16 টি AGM 114 R হেলফায়ার মিসাইল 2 টি আন্টি ট্যাংক গাইডেড মিসাইল সঙ্গে আছে সেলফ ডিফেন্স এর জন্য হেলিকপ্টার টি বহন করে দুটি AIM 9 সাইড উইন্ডার মিসাইল, 4 টি AIM 92 স্টিনগার মিসাইল অথবা 4 টি মিস্ট্রল এয়ার টু এয়ার মিসাইল।
পাশাপাশি দুটি AGM 122 সাইড আর্ম এয়ার টু গ্রাউন্ড আন্টি রেডিয়েশন মিসাইল। এখানেই শেষ নয় সঙ্গে আরও থাকে অনেকসময় 19 টি পড যাতে 70 টি আন গাইডেড হাইড্রা রকেট থাকে তবে সাধারণত 4 টি পড হেলিকপ্টার টি বহন করে। বুঝতেই পারছেন কেন এটি এক ঘাতক মেশিন?