25000 ফুট থেকে আক্রমণ শানাতে দেশীয় প্রযুক্তির তৈরি অস্ত্র ব্যবহারের পথে
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের কিছু দেশীয় প্রাইভেট কোম্পানি যে ভালো কাজ করছে তা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবং তাদের মান প্রমান করার জন্য বিদেশে গিয়ে ট্রায়াল সম্পূর্ণ করেছে।
ভারতীয় কোম্পানি L& T ভারতের সেনাবাহিনীর জন্য একটি ট্যাক্টিক্যাল UAV নিয়ে আসতে চলেছে। অটোমেটিক টেক অফ আর ল্যান্ডিং এ কটি বোতাম টিপে , একটি 10,500 ফুট এর স্ট্যান্ডার্ড রান ওয়ে থেকে, ফুল পে লোড নিয়ে এটি Stanag 4671 স্ট্যান্ডার্ড বিশিষ্ট অর্থাৎ NATO মাপকাঠি উপযুক্ত , আর ভারতীয় আবহাওয়া তে কাজ করার উপযোগী।
সিস্টেম বিবরণ
এরিয়াল ভেহিকাল পে লোড নিতে পারে। ইলেক্টরো অপটিক / ইনফ্রারেড IO/IR ক্যামেরা। সিনথেটিক অপর্চার রাডার SAR ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট মেজার ESM গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন।
গ্রাউন্ড ডাটা টার্মিনাল রিমোট ভিডিও টার্মিনাল।
বৈশিষ্ট্য
সর্বোচ্চ টেক অফ ওয়েট 700 কেজি। উইং স্প্যান 15 মিটার সর্বোচ্চ 140 কেজি ওজন বহন করতে পারে। একটানা 11 ঘন্টা উড়তে সক্ষম। ম্যাক্সিমাম স্পিড 60 মাইল/ঘন্টা বা 115 নট। সার্ভিস সিলিং 7.5 কিমি বা 25000ফিট।