“Adelante” যার বাংলা অর্থ এগিয়ে চলো
নিউজ ডেস্কঃ “আমরা টিভি খুললেই বা খবরের কাগজের পাতায় চোখ বোলালেই দেখতে পাই যে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে । এই “আত্মহত্যা” নামক ক্যান্সার দুরারোগ্য ব্যাধি হিসাবে প্রতিনিয়ত অনেকের জীবন বিশেষ করে যুবসমাজের জীবন গ্রাস করে চলেছে । তো এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আর জীবনের নেগেটিভিটিকে সরিয়ে জীবনের পজিটিভিটি গুলোকে আপন করে নিতে পারি ও এই ‘সুইসাইডাল টেনডেন্সি’ থেকে দূরে থাকতে পারি । জীবনে লড়াই করে বেঁচে থাকাটাই হল জীবনের মূল মন্ত্র সেটাই এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি । অবশ্য সেটা একা করা সম্ভব নয় এর জন্য ভালো মানুষের প্রয়োজন । ভালো বন্ধুর প্রয়োজন যাঁরা মানসিক কষ্টে থাকা মানুষদেরকে সব কিছু ভুলিয়ে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেবে ।আর একটা বিষয়কেও এই ছবিতে দেখানো হয়েছে। সেটা হল ট্রান্সজেন্ডার । মহাভারতের সময় শিখন্ডী ছিল । তাঁকে কিন্তু সমাজ মেনে নিয়েছে কিন্তু এখনকার সমাজ মানবে না কেন ? আর যদি না মানে সেটাই হবে রেনেসাঁ, সেটাই হবে আন্দোলন , বিপ্লব । তো তাদেরকেও দূরে না সরিয়ে সমাজকে মেনে নিতে হবে । তাঁদের যা প্রতিভা আছে তাঁদেরকে সেই প্রতিভায় যথাযোগ্য সম্মান দিয়ে কাজ দিতে হবে ।
Suzi Bhowmik- ” আমার আগামী ছবির নাম “Adelante” যার বাংলা অর্থ এগিয়ে চলো। এটি একটি স্বল্প দৈর্ঘ্য এর ছবি। আমার সাথে কাজ করেছে অভিনন্দন সরকার ও সায়ন্তনী গুহঠাকুরতা। গল্প ও নির্দেশনায় আমারই বন্ধু রণদ্বীপ সরকার ও প্রযোজনায় পুষ্কর ক্রিয়েশন। গল্পের মূল কেন্দ্রেই আছে সুজি, এই সুজি আর আমি ব্যক্তি সুজির জীবনের গল্প এর অনেকটাই মিল থাকলেও এই গল্পের সুজি আত্মহত্যা প্রবণ, অভিমানী, আত্মসম্মান বোধ তার অনেক। এর জীবনের একাকীত্ব, প্রেমহীনতা, সমাজ কর্মক্ষেত্র আর আপন জনদের অপমান আর অবহেলা ওর জীবনে নিয়ে আসে এক গভীর অবসাদ! নিজের জীবনের প্রতি একরাশ ঘৃণা নিয়ে সে আত্মহত্যা হত্যা করতে চাইলেও জীবন কোথাও ওর মোর ঘুরিয়ে দেয় নতুন করে বাঁচবার । এমন গল্পে আমি কাজ করতে পেরে আপ্লুত! এখানে আরেকটা চমক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তে এই প্রথম রূপান্তরকামি নির্দেশক এর নির্দেশনায় অপর আরেক জন রূপান্তরকামী অভিনেত্রী এর অভিনয়। এই ইন্ডাস্ট্রি এক নতুন জুটি পেতে চলেছে।”