আমেরিকার বিমানের প্রডাকশান লাইন বন্ধ হওয়ায় ক্ষতি হল বায়ুসেনার
নিউজ ডেস্কঃ কিছুদিন আগে অক্সিজেনের চাহিদা মেটাতে জার্মানি থেকে ২৩ টি অক্সিজেন প্ল্যান্ট নিয়ে আসতে হয়েছিল ভারতবর্ষে। তবে জানেন কি এতোগুলি অক্সিজেন প্ল্যান্ট একসাথে নিয়ে আসতে কি বিমান ব্যবহার করেছিল ভারতের বায়ুসেনা? সি ১৭ গ্লোবমাস্টার। সঠিকভাবে বলা গেলে এক দৈত্য। বিমান গুলি ব্যবহার করা হয় সীমান্তে সেনাবাহিনীকে খাদ্যসামগ্রী থেকে শুরু করে যুদ্ধাস্ত্র পৌছাতে। আর ভারতবর্ষে এই যুদ্ধবিমানেরই এখন খামতি রয়েছে। আর সেই খামতি পূরণ করতে চায় ভারতের বায়ুসেনা। তবে আমেরিকার সি ১৭ গ্লোবমাস্টারের প্রডাকশান লাইন আপ বন্ধ হওয়াতে অন্য বিমান ক্রয় করার কথা ভাবা হচ্ছে।
ভারতের এই হেভি ট্রান্সপোর্ট বিমানের জন্ন রাশিয়া ইতিমধ্যে তাদের এক বিমান ভেবে রেখেছে। রাশিয়া তাদের IL-76MD-90A হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের ক্রেতা হিসাবে ভারত কে বিক্রি করতে চাইছে বলে মতামত সামরিক বিশেষজ্ঞদের। ভারতের বায়ুসেনার কার্গো বিমানের ঘাটতি পুরন করতে এই বিমান যথেষ্ট সচেষ্ট বলে মত রাশিয়ার।
আসলে রাশিয়ার IL-76 MD-90A পুরোনো IL-76 MD বিমানের হেভি আপগ্রেডেড ভার্সন। এই বিমানে নতুন অনেক কিছু আপগ্রেড করা হয়েছে। বিশেষ করে এতে নতুন গ্লাস ককপিট, আপগ্রেডেড অ্যভনিক্স ও কার্বন ফাইবার উইং যুক্ত করা হয়েছে। পাশাপাশি এর পেলোড ক্ষমতা ৬০ টন। এবং এই বিমানের আরেক নাম হল IL-476। একসাথে ২২৫ জন ট্রুপস বহন করার পাশাপাশি এই বিমান ১১৪ জন আহত মানুষ কে বহন করার অতিরিক্ত ক্ষমতা আছে। ভারতের বায়ুসেনার কাছে ইতিমধ্যে ২৬ টি IL-76 এর বিভিন্ন ভার্সন রয়েছে। তবে C-17 এর প্রোডাকশন লাইন বন্ধ হওয়ার ফলে এই বিমান ভারতের বায়ুসেনার জন্য সবথেকে ভালো অপশন।