পঞ্চম প্রজন্মের আকাশ থেকে আকাশে হামলা করার মিসাইল পেল তেজাস
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে তেজাস আসার পর যে বিশ্ব রাজনীতিতে ভারতের মান অনেকটা বেড়েছে তা বলাই বাহুল্য। কারন দেশীয় প্রযুক্তির তেজাস শত্রুপক্ষের ঘুম কেড়ে নিয়েছে ইতিমধ্যে। পাশাপাশি তেজাসের ক্ষমতা দেখে এই যুদ্ধবিমান ক্রয় করতে চেয়েছে বহু দেশ এবং দাম কম হওয়ার কারনে তেজাস পরবর্তীকালে বহু দেশের সেনাবাহিনীতে দেখা যেতে চলেছে।
বায়ুসেনার তেজস বা লাইট কম্ব্যট এয়ারক্রাফট থেকে ইতিমধ্যে ৫ম প্রজন্মের হাইলি ম্যনুয়েভারেবেল এয়ার টু এয়ার(আকাশ থেকে আকাশে) মিসাইল পাইথন-৫ ( ইজ্রাইলি ) এর সফল ইন্টিগ্রেশান ও পরীক্ষা করা হয়েছে। পাইথন ৫ একটি পরীক্ষিত এয়ার টু এয়ার মিসাইল, এই মিসাইলে আইআইআর সিকার সহ হাইলি ম্যনুয়েভারেবেল টার্গেটকে হিট করতে সক্ষম। পাশাপাশি এই ১০৫কেজি ওজনের মিসাইলটি ১১কেজির ওয়ারহেড নিয়ে ম্যাক ৪(৪৫০০কিমি/ঘণ্টা) গতীতে উড়তে সক্ষম। এবং ২৫কিমি দুর পর্যন্ত যেকোনো টার্গেটকে হিট করতে পারবে। এই যুদ্ধবিমানে রাশিয়ার অস্ত্র হিসাবে শুধু আর-৭৩ ছিল। পাইথন-৫ দিয়ে আর-৭৩ কে পরিবর্তন করা হয় তাহলে রাশিয়ার অস্ত্র হিসাবে থাকা বা রাশিয়ার কোন পার্টস হিসাবে থাকা তেজসের শেষ চিহ্ন টি ও আর থাকবে না।