বাংলাদেশের অলিতে গলিতে লুকিয়ে থাকা পাকিস্তানিদের ক্ষতম করেছিল ভারতের এই বিশেষ বাহিনী
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় ভারতবর্ষ যে বাংলাদেশকে বিরাট ভাবে সাহায্য করেছিল তা বলাই বাহুল্য। মুক্তি যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে একের পর এক সাহায্য করে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে তারা যথাসম্ভব সাহায্য করেছিল মুক্তি যোদ্ধাদের। তবে সরাসরি যুদ্ধে জড়ানোর পাশাপাশি বেশ কিছু মিশন চালানো হয়েছিল গোপনে। যা অনেকেরই অজানা।
১৯৭১ সালের ১১ এবং ১২ ই ডিসেম্বর লেফটেন্যান্ট কর্নেল কুলবন্ত সিং পান্নুর নেতৃত্বে ৫০০০ এর বেশি সংখ্যক প্যারাট্রুপারকে ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলে এয়ার ড্রপ করা হয়েছিল। এনাদের প্রধান দায়িত্ব ছিল ঢাকার অলিতে গলিতে লুকিয়ে থাকা পাকিস্তানি সেনাদের খতম করা এবং তাদের সাপ্লাই চেনকে নষ্ট করে দেওয়া। এই এয়ার ড্রপের ঘটনা “টাঙ্গাইল এয়ারড্রপ” নামে পরিচিত।
এই অপারেশনে ১১ এবং ৪৮ স্কোয়াড্রনের একাধিক An 32, C-119, Caribous ও Dakota বিমান ব্যাবহার করা হয়েছিল। ভারতীয় বায়ুসেনা অপারেশনটির প্রকৃত অবস্থান এবং ব্যাপ্তি লুকানোর জন্য ক্যারিবিউ বিমান থেকে ডামি ব্যবহার করে ছদ্ম ড্রপ ও চালিয়েছিল।