দীর্ঘ পাল্লার মিসাইল টর্পেডো সিস্টেম। আসছে নৌবাহিনীর হাতে
নিউজ ডেস্কঃ চীন এবং পাকিস্তানকে চাপে রাখতে একাধিক কৌশলের আশ্রয় নিচ্ছে ভারতবর্ষ। শুধু ভারত নয় ভারতের পাশাপাশি জাপান এবং আমেরিকাও রয়েছে। চীন এবং পাকিস্তানের ভুমিতে যেকোনো সময় আক্রমণ করতে একাধিক মিসাইল তৈরি করেছে সেনাবাহিনী। এবং কিছু মাসের মধ্যে আরও কিছু বিধ্বংসী মিসাইল সেনাবাহিনীর হাতে আসবে।
কে-১৫ অথবা শৌর্য হাইপারসনিক কোয়াজি ব্যলিস্টিক / হাইব্রিড ক্রুজ মিসাইলকে ফ্লেক্সিবেল প্ল্যর্টফর্ম হিসাবে গড়ে তুলতে চলেছে ডিআরডিও। ইতিমধ্যে শৌর্য আর কে-১৫ একই ডিজাইন বহন করে। এই ধারনার মধ্যেই ভারত ইতিমধ্যে তৈরি করেছে স্মার্ট মিসাইল টর্পেডো সিস্টেম। যা বর্তমানে বিশ্বে সব থেকে দীর্ঘ পাল্লার মিসাইল টর্পেডো সিস্টেম। একই সিস্টেমের তিনটি ভার্সান আসার পর আরও দুটি নতুন মিসাইল একই শৌর্যের ওপর তৈরি হতে চলেছে। একটিতে ভারত শৌর্যের মধ্যে মোতায়েন করবে নিজের হাইপারসনিক গ্লাইডেড ভেহিকেল। যার শক ওয়েভকে কাজে লাগিয়ে গ্লাইড করবে যেমনটা চীনের ডংফেই-১৭ এর ক্ষেত্রে চীন করে। এরই সাথে অপর একটি ভার্সান হল প্রলয়। বলতে গেলে প্রলয় শৌর্যের ছোট ভাই। প্রলয় একই ডিজাইনে ছোট ভাই এটা কনভেনশেনাল ট্যক্টিকাল স্ট্রাইক করার জন্য। শৌর্যের থেকে একটু নিচু থেকে উড়বে ফলে ব্যলিস্টিলের মত এটি আচরণ করবে না। তাই নিউক্লিয়ার থ্রেসহোল্ড ভাঙ্গার ভয় থাকবে না। আর পরমাণু যুদ্ধের ঝুকি থাকবে না। বুঝতে পারছেন কত ফ্লেক্সিবেল শৌর্য মিসাইল।