ভারতের আকাশে দেখা যেতে চলেছে ফ্লাইং ট্যাক্সি
নিউজ ডেস্কঃ আসতে আসতে ভারতবর্ষে যে বিপ্লব আসতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। কারন যেভাবে টেকনোলোজি এগিয়ে যাচ্ছে। এবার বিরাট এক পদক্ষেপ করতে চলেছে ভারতবর্ষ। ফ্লাইং ট্যাক্সি। কারন যেভাবে যানবাহনের সংখ্যা বাড়ছে সেই দিকে নজর রেখে আসতে আসতে আকাশ পথে চলাফেরার কথা ভাবছে পৃথিবীর বহু দেশ। কারন কম খরচে পরিবেশ বান্ধব হতে চলেছে এই ফ্লাইং ট্যাক্সি। পিছিয়ে নেই ভারতবর্ষ। মাদ্রাজের আই আই টি এবার এই ফ্লাইং ট্যাক্সি তৈরি করতে এগিয়ে এল।
নিরাপদ এবং পরিবেশ বান্ধব।
দুই আসন বিশিষ্ট
ভারটিক্যাল টেকঅফ এবং ল্যান্ডিং র সাথে ফিক্সড উইং এন্ড রোটরস।
২০০ কেজি পর্যন্ত বহন ক্ষমতা।
০.৫-২ কিমি উপর থেকে উড্ডয়ন করবে।
গতিবেগ ২০০ কিমি/ঘন্টা