ভারতের রাফালে দেখে ভীত হয়ে নতুন যুদ্ধবিমান ক্রয় করার কথা ভাবছে পাকিস্তান
নিউজ ডেস্কঃ ভারতের হাতে রাফালে আসার পর চীন এবং পাকিস্তানের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে তারা ইতিমধ্যে একাধিক প্রস্তুতি নিতে শুরু করেছে। কারন রাফালের সাথে টেক্কা দেওয়ার মতো যুদ্ধবিমান তো পাকিস্তানের হাতে নেই ই অপরদিকে চীনের ও মাথা ব্যাথা বেড়েছে। তবে পাকিস্তান ইতিমধ্যে রাফালের বিরুদ্ধে কিছুটা হলেও প্রস্তুতি সেরে রাখতে চাইছে।
ভারতের রাফায়েল দেখে এবার পাকিস্তান চীন থেকে ২৪ টি J-10C ক্রয় করার জন্য চীনকে অনুরোধ করেছে। তবে পাকিস্তান এই বিমান কেনার জন্য চীন থেকে আবার লোন চেয়েছে। একটা জিনিস ভেবে অবাক হয় অনেকেই যে JF-17 ব্লক ৩ এর মত বিশ্ব বিখ্যাত বিমান, যার সামনে পঞ্চম প্রজন্মের F-22, F-35 সবই নাকি খেলনা এমনই মূর্খের মতো কথা বলতে শোনা যায় চীন এবং পাকিস্তানের বিশেষজ্ঞদের, শেষ পর্যন্ত J-10C ক্রয় করতে হচ্ছে?