তেজাস না রাফালে। কবে হবে সিদ্ধান্ত?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে যে যুদ্ধবিমানের সংখ্যা কম তা অনেক দিন আগে থাকতেই বায়ুসেনা জানিয়ে এসেছে। রাফালের আসার পর প্রচুর যুদ্ধবিমানের সংখ্যা কম থাকবে। আর সেই কারনে বিমান বহরের সংখ্যা বাড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।
কিছু দিনের মধ্যে ভারতের বেশ কিছু চুক্তি সম্পন্ন হবে । পাশাপাশি বিমানবাহিনীর প্রোজেক্ট গুলির ব্যাপারে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিমানবাহিনী যে ফাইটারের সংগ্রহের প্রোজেক্ট গুলিকে অগ্রাধিকার দিচ্ছে তেজস মার্ক-১এ, মিডিয়াম ওয়েট ফাইটার, ১১৪টি এমএমআরসিএ ও আমকা। বিমানবাহিনী এমার্জেন্সিতে দুটি মিড এয়ার রিফুয়েলার লিজ নেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখছে। “ ১১৪টি এমএমআরসিএ না অতিরিক্ত রাফাল ” কোনটি ভালো পদক্ষেপ হবে বিমানবাহিনীর জন্য সেবিষয়ে আগামী কয়েকমাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।