১৯৯৬ সালে শেষবার মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। মোট কতগুলি সিট পেয়েছিলেন এই সিপি এম নেতা?
নিউজ ডেস্কঃ যুদ্ধের প্রস্তুতি জোর কদমে। ২০২১ সালে বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে একাধিক সমীক্ষা থেকে জানা গেছে। কিন্তু এর আগে পশ্চিমবঙ্গে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। তবে ঠিক ২৪ বছর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে একটিও সিট পায়নি বিজেপি। মোট ভোটের প্রায় ৭ শতাংশ পেলেও সুবিধা করতে পারেনি। ১৯৯৬ সালের নির্বাচনে জিতে শেষবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতি বসু।
পঞ্চম এবং শেষবারের জন্য মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু ১৯৯৬ এর নির্বাচনে। কারন ২০০১ সালে তিনি সরে দাঁড়ান এবং মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৬ সালে ভোটে জেতার পর পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। এই নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি। তবে মোট ভোটের প্রায় ৬. ৪৫ শতাংশ ভোট পেয়েছিল, অর্থাৎ ২৩ লক্ষ ৭২ হাজার ৪৮০ টি ভোট পায় তারা।
১৯৯৬ সালে আবারও বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট জয়লাভ করেছিল। কিন্তু ক্ষমতায় থাকলেও বামফ্রন্ট আসন কমে গিয়েছিল অথচ কংগ্রেস এই বছর আসন বেশি জিতেছিল। এই দল ৪২টি আসন পেয়েছিল এবং বিজেপি পেয়েছিল মাত্র ৬.৮৫ শতাংশ ভোট আর এই বছরে বামফ্রন্ট পেয়েছিল ২০৩ টি আসন। সর্বোচ্চ আসন অধিকার করায় ফের আরো একবার মুখ্যমন্ত্রী পদে জ্যোতি বসু ছিলেন। পরপর পাঁচবার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ভোটের নির্বাচনে বামেদের ওঠানামা করলেও ক্ষমতা বামেদের হাতেই ছিল জ্যোতি বসু বামেদের দুর্গ অব্যাহত রেখেছিলেন।