অফবিট

১৯৮২ তে প্রথমবার পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়েছিল বিজেপি। কত ভোট পেয়েছিল গেরুয়া শিবির?

নিউজ ডেস্কঃ ভোটের মরশুমে একদল থেকে অন্যদলে যাচ্ছে প্রচুর রাজনৈতিক নেতা। প্রতিনিয়ত দলবদল হয়ে চলেছে। একের পর এক রাজনৈতিক নেতা দল বদল করেই চলেছে। তবে ৯০ বা ৮০ র দশকে সচরাচর ঠিক এভাবে দলবদল করতে দেখা যেতনা রাজনৈতিক নেতাদের। তবে লড়াই যে একটা সময় হাড্ডাহাড্ডি হত তা বলাই বাহুল্য। খুব অল্প সংখ্যক বেশি ভোট পেয়ে সরকার গড়তে দেখা গেছে একাধিক সময়। বিশেষ করে শতকরা ভোটের হার দেখলে সেটাই প্রমান পাওয়া যাবে।

১৯৮২ সালেও আবারও ক্ষমতায় আসে বামফ্রন্ট দল এই বছর এই দল আগের বছরের বিধানসভায় যতগুলো আসন লাভ করেছিল তার চেয়ে আরো ৭টি আসন বেশি পেয়েছিল। এবছর আরো একটি দল বিধানসভা ভোটে অংশগ্রহণ করেছিল এ দলটি হল বিজেপি। বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮০ সালে। এই দল ১৯৮২ সালে .০.৫৮ শতাংশ ভোট পেয়েছিল। আর বামফ্রন্ট তার ক্ষমতা ধরে রাখার পাশাপাশি তার ক্ষমতা বৃদ্ধি করেছিল। অর্থাৎ  ১৯৭৭ সালে বামফ্রন্ট ২৩১ টি আসন জিতেছিলেন আর ১৯৮২ সালে আরো ৭টি আসন বাড়িয়ে মোট ২৩৮ টি আসন জয়লাভ করেছিল এর মধ্যে সিপিএম জিতেছিল ১৭৪ টি আসন। অন্যদিকে কংগ্রেস জিতেছিল ৪৯ টি আসুন এবং কংগ্রেস (সোসালিষ্ট) পেয়েছিল ৪ টি আসন। আবারো জ্যোতি বসু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *