৫ বছরের মধ্যে ১৫ টির উপর যুদ্ধজাহাজ আসতে চলেছে সেনাবাহিনীর হাতে
নিউজ ডেস্কঃ বায়ুসেনার পাশাপাশি নৌসেনার ক্ষমতাও বাড়তে চলেছে। চীনের লালফৌজকে আটকাতে পরবর্তীকালে যে নৌবাহিনীও তৎপর হবে তা বলাই বাহুল্য। কারন আন্দামানে চীনের বাড়বাড়ন্ত কমাতে খুব একটা অসুবিধা হবেনা সেনাবাহিনীর। আর সেই কারনে বেশ কিছু যুদ্ধজাহাজ আসতে চলেছে সেনাবাহিনীর হাতে।
আগামী ৫বছরের মধ্যে ১১টি স্টেল্থ ফ্রিগেট পেতে চলেছে নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীতে আগামী ৫বছরের মধ্যে ১১টি নতুন স্টেল্থ ক্ষমতা সম্পন্ন ফ্রিগেট যুক্ত হতে চলেছে। যা ভারতীয় নৌবাহিনীর কাছে একটা বড় সংযোজন হিসাবে দেখা হচ্ছে। ১১টি ফ্রিগেটের মধ্যে ৭টি নিলগীরি ক্লাস ফ্রিগেট থাকবে। আর এই যুদ্ধজাহাজে এল্টা-২২৪৮ এসা রেডার, ৮টি ব্রাহ্মোস (৪১০কিমি) মিসাইল, ৩২টি বারাক-৮ এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। পাশাপাশি ৪টি রাশিয়ান তলোয়ার ক্লাস ফ্রিগেট পাবে সেনাবাহিনী। যাতে ২৪টি ষ্টীল-১ মিডিয়াম রেঞ্জ স্যাম এবং ৮টি ইগলা ম্যনপ্যড সহ ৮টি ব্রাহ্মোস মিসাইল থাকতে চলেছে। ১১টি ফ্রিগেট ছাড়াও ৪টি ভিশাখাপত্তনাম ডেস্ট্রয়ার এবং একটি ভিক্রান্তের মতো এয়ারক্রাফট ক্যরিয়ার যুক্ত হবে নৌবাহিনীতে। এককথায় চীন, পাকিস্তানের উপর দাপিয়ে বেড়াবে সেনাবাহিনী।