ডিফেন্স

মার্চের মধ্যে আরও রাফালে পেতে চলেছে বায়ুসেনা

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে রাফালে আসার পর যে চীনের বাড়বাড়ন্ত কমবে তা আগেভাগেই জানা ছিল। শুধুতাই নয় চীনের বায়ুসেনাও চাপে থাকবে তার প্রধান কারন হল এই যে ভারতের হাতে থাকা রাফালে ৩.৫ প্রজন্মের যুদ্ধবিমান হলেও চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে খুব সহজেই টেক্কা দিতে পারবে। ইতিমধ্যে বেশ কিছু রাফালে হাতে পেয়েছে। এই বছরে আরও কিছু রাফালে আসবে, তবে ৩৬ টি রাফালে হাতে পেতে বেশ কিছুটা সময় লাগবে সেনাবাহিনীর।  

মার্চের মধ্যে ভারতীয় বিমানবাহিনীর হাতে ১৭টি রাফালে চলে আসবে বলে ইতিমধ্যে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং! তিনি জানিয়েছিলেন “মার্চের ২০২১ এর মধ্যে ভারতের হাতে ১৭টি রাফাল থাকবে। তবে এপ্রিল ২০২২ এর মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স ৩৬টি রাফালের পূর্ণ ডেলিভারি পেয়ে যাবে”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *