২ দশক পর ভারতীয় সেনার ৬০০ র উপর বিধ্বংসী অস্ত্র পেতে চলেছে
নিউজ ডেস্কঃ আর্টিলারি কে বলা হয় যুদ্ধের ময়দানের ভাগ্য বিধাতা। আজকের আধুনিক যুগের যুদ্ধের পরিকল্পনায় ও একটা বিরাট অংশ জুড়ে থাকে এই আর্টিলারি। যুদ্ধের ময়দানে ধীরে ধীরে এই আর্টিলারির প্রয়োজনীয়তা যত বৃদ্ধি পেয়েছে,তার সাথে সাথে এটির আধুনিকায়ন ও জোরকদমে হয়েছে।
ভারতীয় আর্মিকে নতুন আর্টিলারি পাওয়ার জন্য প্রায় দুই দশক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্তু যখন এই দুই দশকের চাহিদা মেটানোর সময় এসছে, চাহিদা স্বাভাবিক ভাবেই বিরাট আকারে বৃদ্ধি পেয়েছে। তবে আশার কথা এই যে ভারতীয় আর্মির সেই সব চাহিদার কথা মাথায় রেখে,এমন সব আর্টিলারি নিজেদের বহরে যুক্ত করে চলেছে,যারা নিজেদের শ্রেনীতে পৃথিবীতে অন্যতম শক্তিশালী। একই সময়ে আর্টিলারি নির্মাণে ভারতের নিজস্ব কারিগরি দক্ষতাও অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে দেশী ও বিদেশী মিলিয়ে ভারতে যে সব আর্টিলারি তৈরী হচ্ছে এবং যে গুলি ভারতীয় আর্মিতে যুক্ত হচ্ছে অথবা খুব শীঘ্রই যুক্ত হবে
● DRDO ATAGS : মোট চাহিদা ১১৮০ টি,আর্মি ইতিমধ্যেই প্রথম ব্যাচের ১৫০ টি ATAGS অর্ডার দিয়েছে।
● BHARAT-52 : মোট চাহিদা ৪০০ টি।খুব শীঘ্রই আর্মি প্রথম ব্যাচের ১৫০ টি BHARAT-52 অর্ডার দেবে।
● DHANUSH : মোট চাহিদা ৪৩৮ টি। ইতিমধ্যেই প্রথম ব্যাচের ১১৪ টি Dhanush অর্ডার দিয়েছে।
● M-777 : আল্ট্রা লাইট ক্যাটাগরির এই আর্টিলারি মোট ১৪৫ টি অর্ডার দেওয়া হয়েছে। আরো অর্ডার হবে।
● K-9 Vajra : এই সেল্ফ প্রোপেলড আর্টিলারি ১০০ টি অর্ডার দেওয়া হয়েছে।আরো অর্ডার হবে।
দেওয়া তথ্য গুলির ওর চোখ নিলেই বুঝতে পারবেন এরা এক একধরনের ভিন্ন ভিন্ন আর্টিলারি। চাহিদা অনুসারে আর্মি এগুলো অর্ডার করছে।