ডিফেন্স

৬২০০ টন বহনে সক্ষম। ভারতবর্ষের তৈরি প্রথম স্টেলথ ক্ষমতা সম্পন্ন বিধ্বংসী যুদ্ধজাহাজের ক্ষমতা

নিউজ ডেস্কঃ পৃথিবীর বেশ কিছু দেশ আছে যাদের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার ই নেই। অর্থাৎ এতো বড় মাপের যুদ্ধজাহাজ ই নেই। আসলে তাদের দরকার ই হয়না এই যুদ্ধজাহাজের। আহতে গোনা মাত্র কয়েকটি দেশ আছে যাদের কাছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। ভারতবর্ষ তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে সমুদ্রে ভারত যে কতোটা পারদর্শী তা একাধিবার প্রমান পেয়েছে পাকিস্তান। ভারতের হাতে কিছু ডেস্ট্রয়ার ফ্রিগেটের মতো যুদ্ধজাহাজ ও রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল শিভালিক ক্লাস ফ্রিগেট।

ভারতবর্ষের তৈরি প্রথম স্টেলথ ক্ষমতা সম্পন্ন ফ্রিগেট। ২৩০০ কোটি টাকা খরচ করা হয়েছিল এই ফ্রিগেট তৈরি করতে। মোট ৩ টি ফ্রিগেট তৈরি করা হয়। ২০১০ থেকে ২০১২ এর মধ্যে তিনটি ফ্রিগেট ভারতের নৌবাহিনীতে যোগ দেয়।

এটি একটি গাইডেড মিসাইল ফ্রিগেট। ৬২০০ টন বহন করতে সক্ষম। ৪৬৮ ফুট লম্বা এবং ৫৫ ফুট চওড়া। সর্বচ্চ গতিবেগ ৫৯কিমি/ঘণ্টা। এছাড়াও ৩৩ কিমি/ঘণ্টার গতিবেগে প্রায় ৯০০০ কিমি পথ পারি দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *