ডিফেন্স

পাকিস্তান এবং চীন সীমান্তে শক্তি বাড়তে অত্যাধুনিক বিমান ক্রয়ের পথে ভারতবর্ষ। দেখুন এর বিশেষ কিছু ক্ষমতা

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই যে পাকিস্তানের ভীত নড়িয়ে দিয়েছিল ভারতের বায়ুসেনা তা বলাই বাহুল্য। আর তা থেকে একটা কথা স্পষ্ট যে ভারতের হাতে থাকা বেশ কিছু দেশীয় প্রযুক্তির জিনিস যে বিধ্বংসী রুপ নিতে পারে তা বলাই বাহুল্য।

ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার ডিআরডিও তৈরি নেত্রা এ্যাওয়াক্স সবচেয়ে পছন্দের দেশীয় সিস্টেম অনেকেরই। বালাকোটের এয়ারস্ট্রাইকে হিরো। দারুন ইসিসিএম, ইএসএম ও এসা রেডারের সাথে স্যটেলাইট কমিউনিকেশান, ডাটা লিংক ও ইলেকট্রনিক/সিগনাল ইন্টেলিজেন্সের দূর্দান্ত প্ল্যর্টফর্ম  রয়েছে এটির।

নেত্রার ট্র্যকিং রেঞ্জ হাই পাওয়ার “সুপার এক্সটেন্ডেড রেঞ্জ মুডে ৫০০কিমি। শুধু পরীক্ষা করার সময় এটি তিনটি ফ্রেন্ডলি ফাইটার টার্গেটকে ৪৭৫কিমিতে রেডার লক করতে সক্ষম হয়। ভারত আরও ৫টি এই নেত্রা নেবে বলে কথাবার্তা চলছে। বর্তমানে এ্যক্টিভ রয়েছে তিনটি এ্যওয়াক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *