বিধ্বংসী যুদ্ধজাহাজ নির্মাণ করতে জমি ক্রয়ের পথে দেশীয় কোম্পানি
নিউজ ডেস্কঃ ভারতের হাতে যে একের পর এক বিধ্বংসী যুদ্ধাস্ত্র আসতে চলেছে তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। তবে দেশীয় প্রযুক্তিতে তৈরি জিনিসের উপর বিশেষ নজর দিচ্ছে সেনাবাহিনী। আর সেই কারনে দেশেরই যুদ্ধাস্ত্র তৈরি করার নজর দিচ্ছে।
মাজাগাঁও ডক লিমিটেড নিজের শিপ বিল্ডিং কেপেবিলিটি বৃদ্ধি করার জন্য ১২একর জমি ক্রয় করতে চাইছে। তাদের ওপর জাহাজ নির্মাণের চাপ বৃদ্ধি পাচ্ছে। তাই তাদের সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। এটি পেলে তারা দুটি বৃহৎ ডেস্ট্রয়ারকে একত্রে ড্রাই ডকে রাখতে পারবে।
মাজাগাঁও আগামি দিনে ৬ পি-৭৫আই সাবমেরিন, ৬টি পরবর্তী প্রজন্মের মিসাইল ভেসেল্স ও অজনা সংখ্যক পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার পি-১৮ (১০,০০০টন), ফ্রিগেট, কর্ভেট তৈরি করতে চলেছে।