আরও এক দেশকে বিধ্বংসী যুদ্ধবিমান বিক্রির পথে আমেরিকা
নিউজ ডেস্কঃ আমেরিকা যে তাদের এফ ৩৫ বেশ কিছু দেশের কাছে বেচতে চলেছে তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছিল। কিছুদিন আগেই তারা মিশরকে এই যুদ্ধবিমান দেবে বলে চুক্তি সই করেছে। মিশরের পর এবার তারা আবারও চুক্তি করল।
আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সুইজারল্যান্ডের কাছে চল্লিশটি F-35 এবং চল্লিশটি F-18 বিক্রয়ের জন্য অনুমতি দিয়েছে। চল্লিশটি F-35 এর ওয়েপন প্যাকেজ সহ সুইজারল্যান্ডের মোট খরচ পরবে $৬.৫৮ বিলিয়ন এবং চল্লিশটি F-18 E এর জন্য খরচ হবে $৭.৪৫২ বিলিয়ন।
F-35 এর থেকে F-18 এর দাম বেশি পড়ছে। আসলে মূল্যের পার্থক্য টা যুদ্ধাস্ত্রের প্যাকেজ এ পার্থক্য গড়ে দিচ্ছে। সুইজারল্যান্ড সুপার হরনেটের জন্য অতিরিক্ত যুদ্ধাস্ত্রের প্যাকেজ নিচ্ছে।