দেশীয় যুদ্ধবিমান না ক্রয় করে বেশি অর্থ দিয়ে ড্রোন ক্রয় করা হচ্ছে!
নিউজ ডেস্কঃ ভারতবর্ষে দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান থেকে শুরু করে একাধিক যুদ্ধজাহাজ তৈরি হচ্ছে। কিন্তু সেই মতো চাহিদা পূরণ না হওয়াতে বিদেশী অস্ত্রের উপর ভর করতে হয়। বিদেশে আধুনিক এবং উন্নত মানের জিনিস পাওয়া যায়, যেমন রাশিয়া থেকে শুরু করে আমেরিকার ড্রোন। তবে ভারতবর্ষের হাতে এখনও যুদ্ধবিমানের কম। সেখানে দাঁড়িয়ে এখনও যুদ্ধবিমান অর্ডার না করে আমেরিকার থেকে ড্রোন ক্রয় করা হচ্ছে।
ভারত আমেরিকা থেকে ৩ বিলিয়ন ডলার দিয়ে ৩০ টি MQ-9A কিনছে, ভাল ব্যপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ৫.২ বিলিয়ন ডলার দিয়ে ৮৩ টি তেজস মার্ক-১ এর চুক্তি কেনো করতে এত দেরি হচ্ছে? MQ-9A যথেষ্ট ভাল আমের ড্রোন, এবিষয়ে কোন সন্দেহ নেই কিন্তু যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স এর ক্রমশ স্কোয়াড্রন সংখ্যা কমছে, ইতিমধ্যে ১২ স্কোয়াড্রন কমে গেছে, এই মুহূর্তে তেজস মার্ক ১ এ ডিল টা বেশী দরকারি ছিল বলে মত সামরিক বিশেষজ্ঞদের।