উত্তরাখান্ডের কাছে হেলিকপ্টার ধ্বংস চীনের
নিউজ ডেস্কঃ চীনের যুদ্ধাস্ত্র গুলি অনেকটা খেলনার মতো বা দেশের মতো যেকোনো সময় ভেঙ্গে পরতে পারে তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। এবং চীন নিজেই তা প্রমান করেছে একাধিকবার। স্যাটেলাইটের পর এবার তাদের হেলিকপ্টার ক্রাশ করেছে।
কিছুদিন আগে উত্তরাখন্ডের কাছে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি Z-9 হেলিকপ্টার ভেঙ্গে পরেছিল। মনে করা হচ্ছে হেলিকপ্টারে থাকা সবাই মারা গেছে যদিও চীন এখনও কোনও মন্তব্য করে নি চীন।
তবে এই হেলিকপ্টারটি শুধু চীন নয়, চীনের পাশাপাশি বলিভিয়া, পাকিস্তান, ঘানা কেনিয়ার মতো ১৩ টি দেশ ব্যবহার করে।
এর সর্বচ্চ গতি ৩০৫ কিমি/ঘণ্টা। ফেরি রেঞ্জ ১০০০ কিমি।