রাশিয়ার সাথে একাধিক চুক্তি হতে পারে। চাপে পড়তে পারে চীন
নিউজ ডেস্কঃ ভারতের যুদ্ধাস্ত্রের প্রায় ৫০ শতাংশই রাশিয়ার। দেশ স্বাধীনের পর থেকেই ভারত রাশিয়ার থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করছে। আমেরিকার সাথে বর্তমানে ভারতের সম্পর্ক ভালো হলেও কিছু বছর আগেও আমেরিকার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিলনা রাশিয়ার। সেই সময় ভারতবর্ষকে সাহায্য করতে এগিয়ে আসত রাশিয়া। এমনকি ১৯৭১ সালে সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ভারতের হয়ে নিজেদের সাবমেরিন পাঠিয়েছিল রাশিয়া।
আর সেই রাশিয়ার সাথেই একের পর এক ঐতিহাসিক চুক্তি করেছে ভারত। সব ঠিক থাকলে প্রায় ১০ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে তাদের সাথে।