সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল দিয়া মির্জার একাধিক ফটোশ্যুট। রইল ছবি
নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। তবে সেই নিয়ে বেশি মাথা ব্যাথা নেই তার। বলিউডে তাঁকে নিয়ে খুব একটা চর্চা না হলেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। দিয়া মির্জা। একজন ভারতীয় মডেল, অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক বিউটি ক্যুইন যিনি মিস এশিয়া প্যাসিফিক ২০০০ খেতাব অর্জন করেন।
“রাহনা হ্যায় তেরে দিল মে” তে- তিনি মাধবনের সাথে কাজ করেছিলেন। বক্স অফিসে ছবিটি সফল না হলেও চলচ্চিত্রটির সংগীত সফল হয়েছিল। এর পরে তিনি “দিওয়াপান” ও “তুমকো না ভুল পায়েঙ্গে” এতে অভিনয় করেন।
২০০৫ সালে দিয়া মির্জা বিধু বিনোদ চোপড়ার ছবি পরিণীতাতে অভিনয় করেছিলেন। ২০০৭ সালে তিনি আবার বিধু বিনোদ চোপড়া পরিচালিত সঞ্জয় দত্ত অভিনীত লগে রাহো মুন্না ভাই তে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক সামাজিক কাজকর্মের সাথেও যুক্ত।