ভারতবর্ষেই প্রথম। পরে সুবিধা পাবে বাকি দেশ। নতুন সিদ্ধান্ত ট্যুইটারের
নিউজ ডেস্কঃ ট্যুইটার। একাধিক সোশ্যাল মিডিয়ার মধ্যে এটিও একটি। তবে এই সোশ্যাল মিডিয়ার কারনে লাভ হয়েছে প্রচুর মানুষের। শুধু দেশের মানুষের বললে হয়ত ভুল হবে, একাধিক বিদেশের মানুষেরও লাভ হয়েছে। সুশুমা স্বরাজ বিদেশমন্ত্রী থাকাকালীন প্রচুর পাকিস্তানের মানুষও সাহায্য পেয়েছে। বিদেশ থেকে প্রচুর মানুষের একটা ট্যুইটেই কাজ হয়ে যেত। তিনি বিশেষভাবে গুরুত্ব দিতেন এই সোশ্যাল মিডিয়াকে।
তবে এমন অনেক সময় হত, যে কোনও একটা ট্যুইট করার পর বেশি সময় ট্যুইটে না থাকার ফলে অনেকের চোখের আড়ালে চলে গেছে। আবার এমনও হয়েছে যে রি ট্যুইট বা কমেন্টস করার ফলে অনেকেরই গোচরে এসেছে।
তাই এই সকল বিষয়কে নজরে রেখে নতুন এক সিদ্ধান্ত নিল ট্যুইটার। যেকোনও ট্যুইট করার পর ২৪ ঘণ্টা থাকবে রি-ট্যুইট বা কমেন্টস না করলেও। ভারতবর্ষেই তারা প্রথম এই ফিচার যোগ করতে চলেছে। কারন পৃথিবীর প্রথম বৃহত্তম তিনটি বাজারের মধ্যে ভারত একটি। ব্রাজিল এবং ইটালির পরেই। তবে এরপর আসতে আসতে এই সুবিধা পাবে বাকি দেশও।